অনলাইন ডেস্ক
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই লাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বিকেল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। আগামীকাল বুধবার (১৫ জুলাই) বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ফখরুল।
আরোও পড়তে পারেন : জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ