২০২০ সালের আগমনে নতুন বছরের সঙ্গে সঙ্গে এসেছে নতুন দশক। দ্বিতীয় সহস্রাব্দের তৃতীয় দশক শুরু হলো ২০২০ সালের সূচনায়। স্বাগতম নতুন বছর। স্বাগতম নতুন দশক।
পহেলা বৈশাখের প্রত্যুষে বাংলা বছরের মতো শুরু হয় না ইংরেজি নববর্ষ। ৩১ ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে মধ্যরাতের কালো পর্দায় রঙিন আলোর রোশনাই জ্বেলে আসে গ্রেগরীয় নতুন বর্ষ, সাধারণভাবে যাকে ডাকা হয় ইংরেজি নতুন বছর। সমস্বরে উচ্চরিত হয় ‘হ্যাপি নিউ ইয়ার।’
২০২০ সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। জাতীয় চ্যালেঞ্জ ও এজেন্ডা বাস্তবায়নের বছর ২০২০ সাল। উন্নয়নশীল বাংলাদেশের সার্বিক বিজয়ের ইঙ্গিত নিয়ে এসেছে নতুন বছর ২০২০ সাল।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে ২০২০ সালকে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর উল্লেখ করে বলেন, এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে। এ জন্য গোটা দেশবাসী উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ-খ্রিস্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।
নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর অর্জন আর প্রাচুর্যের, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি।’
বাংলাদেশে ২০১৯ সাল ছিল বিভিন্ন ক্ষেত্রে অর্জনের বছর। এ বছর রাজনীতি, অর্থনীতি, কৃষি, জঙ্গি দমন এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ আশাতীত সাফল্য অর্জনসহ মধ্যম আয়ের দেশে এগিয়ে যাওয়ার পথে উন্নীত হয়েছে।
এ বছর বিশ্ব সূচকেও বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। এছাড়াও রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ। রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও এগিয়ে গেছে বাংলাদেশ।
To all my past, present, and future clients, may 2020 bring you peace, love and happiness…. and if we have anything to say about it, MONEY! Happy New Year from all of us at MaxProfitSports! #GamblingTwitter #happynewyear2020 # pic.twitter.com/Z0PbPqrZE3 — Jason Firestone (@JFirestoneMPSC) January 1, 2020
To all my past, present, and future clients, may 2020 bring you peace, love and happiness…. and if we have anything to say about it, MONEY!
Happy New Year from all of us at MaxProfitSports! #GamblingTwitter #happynewyear2020 # pic.twitter.com/Z0PbPqrZE3
— Jason Firestone (@JFirestoneMPSC) January 1, 2020
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা