অনলাইন ডেস্ক
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন এখনো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আশাবাদের আরেক প্রতিশ্রুতি। স্বল্পোন্নত দেশগুলোর প্রকৃত কাঠামোগত পরিবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের প্রতিশ্রুতি নবায়ন করতে হবে। তাদের আরও বেশি বিনিয়োগ দরকার এবং কীভাবে তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে তা জানা দরকার। তাদের জন্য কিছু উদ্ভাবনী এবং ট্রানজিশনাল ফিনান্সিং ম্যাকানিজম থাকতে পারে’।
স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতিকে এগিয়ে নিতে বিশ্ব বাণিজ্যে টেকসই সহযোগিতা প্রদানের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা অতিমারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতিতে। যা সামলে উঠতে উন্নত বিশ্বের সহযোগিতা প্রয়োজন।
২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে কাতার জাতীয় কনভেনশন সেন্টারে আয়োজিত এলডিসি সম্মেলনে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।
এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা