স্পেনে, এক মাসে সর্বনিম্ন মৃত্যু রোববার
অনলাইন ডেস্কঃ
করোনার তাণ্ডব থামতে শুরু করেছে স্পেনে। করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত স্পেনে তাণ্ডব কমছে। রোববার দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪১০ জন। স্বাভাবিকভাবে এই সংখ্যা বিশাল মনে হলেও স্প্যানিশদের কাছে সেটাই স্বস্তির কারণ হয়ে উঠেছে। কারণ গত ২২ মার্চের পর থেকে এটাই দেশটিতে একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৩ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ২১৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন।
এর আগে, শনিবার রাতে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, আগামী ৯ মে পর্যন্ত দেশটিতে লকডাউন চলবে। যদিও ধীরে ধীরে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। তবে এক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি সামান্য বাড়লেও ফের কড়াকড়ি আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া, আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের বাইরে খেলাধুলার অনুমতি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা