অনলাইন ডেস্ক
মাকেটিং ও সেলস দিয়ে গণমাধ্যমে চাকরি শুরু করলেও বিচরণ করেছেন সাংবাদিকতার সবক্ষেত্রে । ২০ বছরে নানা অর্জনের মধ্যে এটি ছিল অন্যতম। তিনি ২০ বছর চাকরি জীবনে যায়যায়দিনের বিজ্ঞাপন ও মাকেটিং ম্যানেজার, দৈনিক যুগান্তরের সিনিয়র বিজ্ঞাপন ও মাকেটিং ম্যানেজার, মানবকন্ঠের জিএম ও হেড অব মাকেটিং, অবজারভারের হেড অব মাকেটিং, আমাদের নতুন সময়ে ডেপুটি এডিটর, বাংলাদেশের খবরে হেড অব মার্কেটিং, দৈনিক আজকালের খবরে কর্মাশিয়াল এডিটর, দৈনিক স্বদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক, আজকের বিজনেস বাংলাদেশে নির্বাহী সম্পাদক, দৈনিক জবাবদিহিতে যুগ্ম সম্পাদক দেশের নানা গণমাধ্যমে বিভিন্ন গুরুপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন।
বর্তমানে কর্মরত আছেন কুমিল্লা ২৪ টিভিতে প্রধান সম্পাদক ও পরিচালক এবং জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল মানব বার্তার প্রধান সম্পাদক হিসেবে।
এ ব্যাপারে সাংবাদিক ড. সাজ্জাদ হোসেন চিশতী বলেন, করোনার মধ্যে বাসায় বসে অসম্ভব টাফ এই কোর্সটি করেছি। এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল ২০১৯ সালে গ্লোবাল অনলাইন এমবিএ তে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ১ম ছিলো (তথ্যঃ QS Ranking : সব থেকে নির্ভরযোগ্য র্যাংকিং)। আমার কোর্স প্রফেসর ছিলেন প্রফেসর র্যামন ডিয়াজ, যিনি ইউরোপের স্বনামধন্য প্রফেসরদের একজন। ৪টি মডিউল ছিল৷ প্রতিটি মডিউলে ১০টি করে মোট ৪০ টি লেকচার, ৪টি প্রজেক্ট এসাইনমেন্ট ছিল। অবশেষে এত ভাল ফলাফল করতে পেরে খুবই আনন্দিত তিনি৷ তিনি আরো বলেন, যুক্ত হয়েছি স্প্যানিশ মার্কেটিং গবেষকদের কমিউনিটিতে। অনেক কিছু শিখেছি যা কাজে লাগাতে পারবো।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা