টানান ৪৫ ম্যাচ ধরে অপরাজিত থেকে লিভারপুর তার রেকর্ড বজায় রেখেছে।
রোববার (২৭ অক্টোবর) ইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সকে হারিয়ে নিজেদের রেকর্ড ধরে রাখল অলরেডরা। ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে সালাহ-মানেরা।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিক লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই এক গোল করেন স্পার্স অধিনায়ক হ্যারি কেইন। চাপ বেড়ে যায় লিভারপুলের। এরপর আক্রমণ পাল্টা আক্রমনের চেষ্টা চলতেই থাকে।
দ্বিতীয়ার্ধের মাত্র ৭ মিনিটেই ম্যাচে ফেরে লিভারপুল। অনেকটা একক প্রচেষ্টায় দলকে সমতায় ফেরান অধিনায়ক জর্ডান হ্যান্ডারসন।
ম্যাচের ৭৫ মিনিটে স্পার্স ফুলব্যাক অরিয়েরকে পেছনে ফেলে বল নিয়ে ডি বক্সের ভেতরে প্রবেশ করেন সাদিও মানে। আর তখনই বল দখলের লড়াইয়ে হেরে বসেন অরিয়ের এবং মানের কাছ থেকে বল দখল করতে গিয়ে ফাউল করে বসেন। ম্যাচ রেফারি অ্যান্তোনিও টেইলর পেনাল্টির বাঁশি বাঁজাতে এক মুহূর্তও অপেক্ষা করেননি। পেনাল্টি স্পট থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে লিড এনে দেন মোহাম্মদ সালাহ।
ম্যাচের অন্তিম মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অলরেডরা। বদলি হিসেবে নামা জোসেপ গোমেজ ডি বক্সের ভেতরে বল পেয়েও গোল বরাবর শট নিতে ব্যর্থ হন এবং বল পাঠিয়ে দেন গোলবারের ওপর দিয়ে। আর এতেই ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ কর লিভারপুল।
এই জয়ে টানা ৪৫ ম্যাচ ধরে অ্যানফিল্ডে অপরাজিত থাকল লিভারপুল। আর ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯/২০২০ মৌসুমের ১০ ম্যাচেই অপরাজিত থেকে গেল ক্লপের শীষ্যরা। ১০ ম্যাচে ৯টি জয় আর এক ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান অলরেডদের।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা