অনলাইন ডেস্ক
রবিবার (১৮ এপ্রিল) রাত পৌনে বারোটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে, এদিন ১০ টার দিকে ডা. জাহিদ ও ডা. মামুন বিএনপি প্রধানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
ডা. জাহিদ বলেন, ‘আমি ও ডা. মামুন আজকে রাতে এসেছিলাম ম্যাডামকে দেখতে। সারাদিনই কয়েকঘন্টা পর-পর তার খোঁজ খবর নিই। আজকে তাকে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ, আজকে ১২ তম দিন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ‘আগামী কয়েকদিন এভাবে গেলে, তাহলে আমরা আশা করতে পারি, তাহলে করোনা থেকে একটা ভালো পর্যায়ে তিনি যেতে পারবেন। এবং দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে তিনি দোয়া চেয়েছেন।’
এসময় চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা (কারাদণ্ড) হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ছয় মাসের মুক্তি হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। গত ১১ এপ্রিল করোনা টেস্ট পজিটিভ আসে খালেদা জিয়ার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা