বিদেশ ফেরত যাত্রীকে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ সন্দেহ করে তার গোপনীয়তা লংঘন করা অপরাধ বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আইইডিসিআর এ নিয়মিত অবহিতকরণ সভায় একথা বলেন পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, আমরা উদ্বেগের সাথে অবহিত হয়েছি যে, কোন এক স্থল বন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ নয়) বিদেশ থেকে আগত একজন যাত্রীকে কোভিড-১৯ সংক্রমিত সন্দেহ করে তাঁর ব্যক্তিগত পরিচয় সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এ ধরণের অপেশাদার আচরণ শুধু নৈতিকতা বিরোধীই নয়, সংবেদনশীল সরকারী তথ্যের গোপনীয়তা লংঘন সংক্রান্ত সরকারী চাকুরী বিধির লংঘন। কোন ব্যক্তি কোভিড-১৯ সংক্রমিত কিনা তা নিশ্চিত করার ও প্রকাশ করার সরকার নির্ধারিত প্রতিষ্ঠান হচ্ছে আইইডিসিআর। সংশ্লিষ্ট সকলকে আমরা এ বিষয়টি আবারো মনে করিয়ে দিচ্ছি।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দরে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা তার ফেসবুকে পোস্ট করেন যে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তিনি পোস্টটি সরিয়ে ফেলেন।
যাকে উদ্দেশ্য করে তিনি পোস্টটি দেন তার সম্পর্কে আইইডিসিআর এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তিনি আসলে সুস্থ। এবং তিনি গত ২৯ জানুয়ারি দেশে ফেরেন। তার কােয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়ে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আজ বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের মাধ্যমে কোভিড-১৯ সনাক্ত করণের জন্য ৫০০ পিসিআর কিট আইইডিসিআর-কে হস্তান্তর করা হয়েছে। এ উপহারের জন্য আইইডিসিআর-এর পরিচালক স্থানীয় চীন দূতাবাসের মাধ্যমে চীন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সীমান্ত বন্দরসমূহসহ দেশের অভ্যন্তরে বিভিন্নস্থান থেকে সনাক্তকৃত সন্দেহভাজন ঈঙঠওউ-১৯ সংক্রমিত ব্যক্তিদের ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে আইইডিসিআর প্রতিদিন সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে আসছে। কোভিড-১৯ সনাক্তের জন্য সকল পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা তথা সর্বান্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল পদ্ধতিতে সহযোগিতা করতে গেলে তা সনাক্তকরণ প্রক্রিয়াকেই বিপন্ন করবে,ঈঙঠওউ-১৯ সন্দেহভাজন ব্যক্তি নিজের ব্যক্তিগত ও সামািজক নিরাপত্তা বিপন্ন হবার ভয়ে তার তথ্য ও অবস্থান গোপন করতে পারেন। এ ধরণের বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে ধৈর্যশীল ও শান্ত পরিবেশে পেশাগত দক্ষতা ও আন্তরিকতা দিয়ে স্ব স্ব দায়িত্ব পালন ও যে কোন জিজ্ঞাস্য আইইডিসিআর কোভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষ কিংবা স্থানীয় সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-র কাছ থেকে জেনে নিতে অনুরোধ জানান পরিচালক।
তিনি জানান, এখন পর্যন্ত দেশের বাইরে থেকে আসা ২৪১৩২০ কে স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে ৭৭ জনের ভাইরাসটি আছে কিনা তা সনাক্ত করা হয়েছে। দুজনের মধ্যে এই ভাইরাস আছে সন্দেহজনক সনাক্ত করা হয়েছে।
কোভিড-১৯ সম্পর্কে কোন জিজ্ঞাস্য থাকলে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করা যাবে :
০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে করণীয় * নিয়মিত সাবান ও পানিদিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ডযাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেননা * ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়েচলুন * কাশিশিষ্টাচার মেনেচলুন (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড়দিয়েনাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখিরসংস্পর্শ পরিহারকরুন * মাছ-মাংস-ডিম ভালোভাবেরান্নাকরেখাবেন * অসুস্থ হলেঘরে থাকুন, বাইরেযাওয়াঅত্যাবশ্যকহলেনাক-মুখঢাকারজন্য মাস্ক ব্যবহারকরুন * জরুরীপ্রয়োজনব্যতীতচীনভ্রমণকরা থেকে বিরত থাকুনএবংএ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজনব্যতীত বাংলাদেশ ভ্রমণেনিরুৎসাহিতকরুন * অত্যাবশ্যকীয়ভ্রমণেসাবধানতাঅবলম্বন করুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা