অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কান ভেন্যু হাম্বানতোতায় পাকিস্তানের বিরুদ্ধে সেপ্টেম্বরের শুরুতেই একদিনের সিরিজটি খেলার কথা ছিল রশিদ খানদের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম সিরিজটি আয়োজন করতে। এমনকি পাকিস্তানকেও বলেছিলাম, তাদের মাটিতে যেন সিরিজটি খেলতে পারি। কিন্তু আফগানিস্তানের বর্তমান আভ্যন্তরীন অবস্থা বিচার-বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাদের এই সিদ্ধান্ত আইসিসিকেও জানিয়ে দেওয়া হয়েছে। হামিদ সিনওয়ারি বলেন, ‘সোমবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় আমরা সিরিজ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সম্মতি জানিয়েছে। তারাও আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও। আইসিসিকেও আমরা জানিয়েছি ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা জাকির খান বলেন, আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। খেলার ইচ্ছে থাকলেও পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের পিছিয়ে আসতে হচ্ছে। পরের বছর আমরা এ সিরিজ খেলব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা