অনলাইন ডেস্ক
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এসময় ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে উত্তম মধ্যম দেওয়ার জন্য বাড়ির পাশের তিন সন্ত্রাসী আকাশ, সাব্বির ও হৃদয়কে ভাড়া করেন। পরে ওই তিন সন্ত্রাসী আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে স্ত্রীর সামনেই তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক স্ত্রী তারা বানুকে আটক করেছে ও নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তিন সন্ত্রাসী।
এদিকে বাবার খুন হওয়া ও মা পুলিশের হাতে আটক হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে দম্পতির দুই শিশু সন্তান।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে ও হত্যাকাণ্ডে অংশে নেওয়া অন্য তিনজনকেও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা