অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পার্কিং এরিয়ায় সড়কপথের যানবাহন থেকে নেমে ট্রেনের যাত্রীরা হেঁটে প্লাটফর্ম এলাকায় প্রবেশ করছেন। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের তিন দফা চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। চেকিং গেটগুলোতে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করছেন স্কাউট সদস্যরা।
প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের পর দেখা গেছে, ট্রেন বিলম্ব হয়েছে এমন কারণে কোনো যাত্রী স্টেশনে নেই। কারণ প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বর্তমানে যেসব যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন তাদের ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি। ফলে প্ল্যাটফর্ম এলাকায় যাত্রী ভিড় খুবই কম।সরেজমিনে দেখা গেছে, জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন নির্ধারিত সময়ে ঠিক সকাল ১০টায় ঢাকা স্টেশন ছেড়ে গেছে, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) নির্ধারিত সময় ঠিক সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।ট্রেনগুলো ছাড়ার আগে সেসব ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ ঈদযাত্রার দ্বিতীয় দিন। এই যাত্রায় কোনো ট্রেন বিলম্ব হয়নি এটাই সবচেয়ে অবাক করা বিষয়। দুই তিন বছর আগেও একটি ট্রেনের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে হতো আমাদের। এবার এসে দেখলাম যাত্রীই নেই প্লাটফর্মে। ট্রেনগুলো লাইনে রাখা। কোনো হকার নেই প্লাটফর্মে। এমন স্টেশন দেখতে অনেক ভালো লাগছে।
একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনিকা মাহজাবিন ঢাকা পোস্টকে বলেন, আজ ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন ভিড় দেখলাম। স্টেশনেও তেমন কোনো মানুষ নেই। আমাদের ট্রেনেও কোনো ভিড় নেই। অনেকের হয়তো এখনো ছুটি হয়নি। আমাদের মতো যাদের সুযোগ আছে তারাই এখন ট্রেনের যাত্রী। ভিড় এড়াতেই ঈদের পাঁচ দিন আগে বাড়ি যাওয়া।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে জানান, ঢাকা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ঢাকা স্টেশন ছেড়েছে। আজ এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের বিলম্ব হয়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা