বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব পাট শিল্প ও শ্রমিকদের বিরাজমান সংকটের স্থায়ী সমাধানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-(স্কপ) (বি.এম.আর নয় পুরাতন যন্ত্রপাতির স্থলে আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি প্রতিস্থাপন)বাস্তবায়ন করার দাবি জানিয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টা, ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব পাট শিল্প ও শ্রমিকদের বিরাজমান সংকটের স্থায়ী সমাধানে করণীয় সম্পর্কে প্রস্তাবনা তুলে ধরতে বাংলাদেশের শ্রমিক সংগঠনসমুহের শীর্ষ জোট, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-(স্কপ) এর সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও স্কপের বর্তমান যুগ্ম সম্বন্বয়ক ফজলুল হক মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি হাবিবুল্লাহ, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুল হক মন্টু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহিদুল্লাহ চৌধুরী।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা