অনলাইন ডেস্ক
প্রথম ওভারে কোনো রান নিতে না পারা শান্ত ১৫টি বল খেলে ১২টি রান করেন। যার প্রথম রান আসে নবম বলে। মোহাম্মদ ওয়াসিমের বলে ওয়াইড বলে লেগে মারতে গিয়ে রিজওয়ানের হাতে তালুবন্দী হয়ে ফেরেন শান্ত।
তবে স্বভাবসুলভ ভঙ্গীতে খেলেন লিটন দাস। ক্রিজে নেমেই দুর্দান্ত খেলছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে বাংলাদেশ। ২১ বলে ৩২ রানে লিটন এবং ৯ বলে ১২ রানে ক্রিজে আছেন সাকিব আল হাসান।আগের দুটি ম্যাচে জয় পাওয়ায় পাকিস্তানের ফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে টানা তিনটি হারের পর ব্যাকফুটে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় দিয়ে ন্যূনতম আশা নিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় সাকিববাহিনী। অন্যদিকে টানা দুই জয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান ফাইনালের আগে নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দেবে এমনটাই ব্যক্ত করেছেন পাক সেনাপতি বাবর আজম।
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা একাদশ থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন আজকের একাদশে নেই। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
অন্যদিকে পাকিস্তান আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। পেসার মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে আজ একাদশে ডাক পেয়েছেন শাহনেওয়াজ দাহানি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ
পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান. হায়দার আলী, আসিফ আলী, সোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা