সাত পাকে বাঁধা পড়লেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। ২২ গজের ক্রিকেটার পা দিলেন নতুন জীবনে। শুরু হলো সৌম্য সরকারের নতুন ইনিংস।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা ক্লাবে হিন্দু রীতি অনুসরণে সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সৌম্য সরকার সকলের উদ্দেশে তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা প্রার্থনা করেন।
পারিবারিকভাবে বিয়ের আয়োজন হলেও দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক দুজনের। প্রেমের প্রস্তাবটা আগে সৌম্য সরকারই দেন।
মঙ্গলবার বিকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন জাতীয় দলের এই ক্রিকেটার। সেখানে নিজেদের প্রেমের গল্প জানিয়েছেন সৌম্য ও পূজা।
‘না বলা গল্প’ শিরোনামে ভিডিওতে পূজাকে বলতে শোনা যায়, তার বোনের বিয়ের রিসিপশনের দিন ভোরে সৌম্য সরকার তাকে প্রেমের প্রস্তাব দেন।
পূজা বলেন, ‘প্রথম দিকে আমার খেলা সম্পর্কে খুবই অল্প ধারণা ছিল। খেলা নিয়ে আমার সাথে একটা বিষয়েই আলোচনা হত। সে যখন ভালো অ্যাচিভ করে আসত সে আমার সাথে শেয়ার করত। তখন থেকেই চিঠি লেখার ব্যাপারটা শুরু হয়।’
তিনি বলেন, ‘সে মিষ্টি ছেলে। তার সাথে মাঝেমধ্যে ঝগড়া হয়। তবে বেশিক্ষণ টিকে না। ঝগড়া হয়, ঠিক হয়ে যায়।’
সৌম্য বলেন, ‘পূজা যখনই আসে, আশা করে, আমি তাকে বলব– খুব সুন্দর লাগছে। অনেক ভালো লাগছে। কিন্তু তাকে বলি না আমি, সে এ জিনিসটা নিয়ে সারাক্ষণ আমার সাথে কথা বলতেই থাকে।’
পূজা বলেন, ‘সামনা সামনি দেখার আগ পর্যন্ত সবসময় ছবিতেই দেখা হত। সামনা সামনিতে সে অনেক হ্যান্ডসাম। সে অনেক লম্বা, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সে তার মাকে খুবই পছন্দ করে। এটাই আমার হৃদয় ছুঁয়েছে। যে ছেলে তার মাকে এত ভালোবাসতে পারে সে নিশ্চয় তার লাইফপার্টনারকে আরও বেশি লাভ করবে, রিসপেক্ট করবে, এটাই আমাকে আকৃষ্ট করেছে।’
ভিডিওতে যে গানটি সংযুক্ত করা হয়েছে সেটিতে কণ্ঠ দিয়েছেন পূজা নিজেই।
https://www.facebook.com/SoumyaSarkarOfficial/videos/208579493597079/
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা