করোনা ঝুঁকি মাথায় নিয়ে সৌদি আরব থেকে আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন ৩৮৩ বাংলাদেশী। বিকেল পাঁচটার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সৌদি সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের প্রায় সব সরকারী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, যারা বাংলাদেশে যাচ্ছেন তারা সকলেই সৌদির ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিল। এরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে ছিলেন।
তিনি জানান, সৌদি সরকার এখানে সরকারী এবং বেসরকারী দফতর বন্ধ ঘোষণা করেছে। এতে ডিপোর্টেশন সেন্টারে এসব মানুষের থাকা কিছুটা অমানবিক। তাই মানবিক দিক বিবেচনা করে তাদের একটি বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে।
সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট এসভি ৩৮০৫ এসব বাংলাদেশী যাত্রীকে নিয়ে সকাল ৯টায় কিং খালেদ বিমানবন্দর থেকে রওনা দেয়। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও সৌদি আরবে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি বাংলাদেশ সরকার।
তবে সৌদি আরব অন্য দেশগুলোর সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে। এমনকি মসজিদে নববী এবং হারাম শরিফ ছাড়া অন্য মসজিদে নামাজও স্থগিত করেছে দেশটি।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা