অনলাইন ডেস্ক
সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ভরযোগ্য কোনো সাক্ষ্য না পাওয়ায় চলমান রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এই ঘোষণা সৌদি প্রেস এজেন্সিসহ বিভিন্ন সরকারি মাধ্যমে প্রচার করা হয়েছে।
শাবান মাস ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস। রমজানুল মুবারকের ঠিক আগের এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বহু মুসলমান এই মাসে নফল রোজা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। হাদিস শরিফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) এ মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন।
সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তাদের হিজরি মাস নির্ধারণ করে থাকে। ফলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও একই দিনে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অবশ্য স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাস শুরু হয়। সে কারণে সৌদি আরবের সঙ্গে একদিনের পার্থক্য হতে পারে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি নিজস্ব পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের পর শাবান মাস শুরুর তারিখ ঘোষণা করবে।
শাবান মাস মুসলমানদের জন্য আত্মসমালোচনা, গুনাহ থেকে তওবা এবং রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতির সুবর্ণ সুযোগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা