অনলাইন ডেস্ক
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (১০ই এপ্রিল) উদযাপন করা হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন এসব দেশের মানুষ।
এছাড়াও মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বাকি মুসলিম প্রধান দেশগুলোতেও বুধবার (১০ই এপ্রিল) ঈদ পালন করা হচ্ছে। গত বছর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর একদিন পরে ঈদুল ফিতর পালন করেছিল ওমান। তবে এই বছর সৌদির সাথেই ঈদ উদযাপন করছে দেশটি। এছাড়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদ উৎসব পালন করছে।
এদিকে, পাকিস্তানে ও ভারতের কেরালা, লাদাখ এবং জম্মু-কাশ্মীরে মঙ্গলবার (৯ই এপ্রিল) চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১০ই এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে ভারতের রাজধানী দিল্লিসহ আরও বেশ কিছু অঞ্চলে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১১ই এপ্রিল) সেসব অঞ্চলে ঈদ উদযাপন করা হবে।
বিশ্বে সবার আগে এ বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।