অনলাইন ডেস্ক
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার প্রতিবেদনে বলা হয়, সৌদি আগ্রাসনের মধ্য দিয়ে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। এদের মধ্যে শতকরা ৯০ শতাংশ শিশুই মারা গেছে সৌদি বিমান হামলায়।
সংস্থাটি জানিয়েছে, দারিদ্রপীড়িত ইয়েমেনের আরো সাড়ে পাঁচ লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
পার্সটুডের খবরে বলা হয়, আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু আহত হয়েছে।
আমেরিকা-ভিত্তিক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন’ এবং ‘ইভেন্ট ডাটা প্রজেক্ট’র ধারণা মতে- ইয়েমেনে সৌদি আগ্রাসনে এক লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জানিয়েছে, চার লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা