ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে দিল্লির তাজমহল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে ।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে গত বৃহস্পতিবার চারদিনের সফরে ভারত সফরে যান প্রধানমন্ত্রী। পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এএনআই