অনলাইন ডেস্ক
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার রাতে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয়। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ১০০ টাকা থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি আগামীকাল থেকে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকায় বিক্রি হবে। দাম কমার পর প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা এবং ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৫ হাজার ৫৭৫ টাকায়।
আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। এ ছাড়া আজ পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৬৫ টাকা কমবে। এ ছাড়া ২১ ক্যারেটে ১ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১২০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৯৪৫ টাকা দাম কমছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা