বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’। ছবটি এদেশে পরিবেশন করবে ইমপ্রেস টেলিফিল্ম লি.। এর আগে গত মে মাসে ছবিটি ভারতে মুক্তি পায়। ছবিটি নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। ছবিটি এবার দেখা যাবে বংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার জানান, সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটি মুক্তি পাচ্ছে। তিনি আরো বলেন, ছবিটি বর্তমানে বাংলাদেশে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে। সামনের মাসের প্রথমদিকে মুক্তি পাবে।
‘কণ্ঠ’ ছবিটি নির্মিত হয়েছে একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প নিয়ে। আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়েই তৈরি হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি। এ ছবিতে আরো অভিনয় করেছেন পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা