অনলাইন ডেস্ক
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এ কারণে দ্বীপটি থেকে ফিরতে পারেননি প্রায় ৩ হাজারের মতো পর্যটক।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
তিনি আরও বলেন, সেন্টমার্টিনে বেড়াতে আসা প্রায় ৩ হাজার পর্যটকরা এখন আপাতত ফিরতে পারছেন না। পরিস্থিতি ভাল হলে বা সতর্কতা সংকেত নেমে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাগরে ট্রলার চলাচলও বন্ধ থাকবে। তবে দুপুরের মধ্যে সতর্কতা সংকেত নেমে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে মোট ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা