অনলাইন ডেস্ক
রবিবার (২৫ অক্টোবর) বিকালে তারা নিরাপদে কক্সবাজারে ফেরেন।
গত বুধবার ও তার আগ থেকেই সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে এই চার শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ায় আটকা পড়েন। অনেকেই বৃহস্পতি ও শুক্রবার ফিরে যাওয়ার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তারা গন্তব্যে ফিরতে পারেননি। বৈরী আবহাওয়ার প্রভাব না থাকায় শনিবার দ্বীপে আনন্দঘন সময় পার করেন পর্যটকরা। ওই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মার্কেট ও দোকান থেকে কেনাকাটা ও সৈকতে ঘুরে আনন্দে সময় কাটান তারা। এমনটিই জানিয়েছে সমুদ্র কুটির ও নীল দিগন্ত রিসোর্টের কর্তৃপক্ষ।
আটকেপড়া মুন্সীগঞ্জের বাসিন্দা পর্যটক শহিদ আফ্রিদি বলেন, ‘আমরা বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে থাকা অবস্থায় স্থানীয় লোকজন, হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন মানবিক আচরণ করেছেন। শনিবার আবহাওয়া অনুকূলে থাকায় আমরা স্বাচ্ছন্দে বিভিন্ন আড্ডায় সময় পার করেছি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকেপড়া চার শতাধিক পর্যটক রবিবার এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজযোগে কক্সবাজারে ফিরে এসেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা