কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবিতে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ থেকে ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অর্ধশত রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে ধারণা করছে কোস্টগার্ড সদস্যরা।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন লে. কমান্ডার নাঈমুল হক জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।
অভিজাত ১৩ ক্লাবে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়
খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ জনের লাশ এবং ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ট্রলারে শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। এ জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ছাড়াও নৌ-বাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অংশ নিয়েছে। ট্রলার উদ্ধার করে সেন্টমার্টিন ঘাটে আনা হবে। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে’।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা