অনলাইন ডেস্ক
বুধবার (২৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আটটি ইউনিট/সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই।’
সরকার প্রধান বলেন, ‘আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক-যেকোনো ধরনের হুমকি মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা তৈরি থাকতে চাই।’
দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি যে আমাদের দেশ নানা ধরনের দুর্যোগ আসে। একদিকে করোনাভাইরাস, অপরদিকে আমফান ঘুর্ণিঝড়, বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগও আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এইসব প্রতিকূল অবস্থা মোকাবিলা করেও আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন এবং এই ডিভিশনটা প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
ইতোমধ্যে করোনাভাইরাসের সময় সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশ যেন এই মন্দার কবলে না পরে সেদিকে দৃষ্টি রেখে যখনি এটার প্রাদুর্ভাব শুরু হয়েছে তখনি কতকগুলি পদক্ষেপ গ্রহণ করি।যার ফলে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি বলে অবহিত করেন প্রধানমন্ত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা