অনলাইন ডেস্ক
রোববার (১২ ডিসেম্বর) ৮১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীকে পাশে পায়। ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা জানান, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক সরঞ্জাম সংযোজন করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হয়েছে। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী দেশের এই সম্মান ধরে রাখতে হবে। সেনাবাহিনী ও বাংলাদেশ মিলিটারি একাডেমির সুনাম, সমৃদ্ধি ও মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধির জন্য দোয়া করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা