অনলাইন ডেস্ক
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এই বাজার চালু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ‘বিনামূল্যে এক মিনিটের বাজারের’ উদ্বোধন করেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী।
এই বাজারে এক হাজার দুঃস্থ ও কর্মহীন পরিবারের জন্য বিনামূল্যে মাস্ক, সাবান, চাল ও মৌসুসি শাকসবজি বিতরণের ব্যবস্থা করা হয়েছে, যা এই সপ্তাহে আরও দু’দিন আয়োজন করা হবে। উদ্বোধনের পর মাত্র ৬০ মিনিটে এক হাজারের বেশি মানুষ বিনামূল্যে চালসহ নিজেদের প্রয়োজনীয় বাজার থেকে পণ্য তুলে নিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, চলতি মাসের মধ্যে অন্তত ২০ হাজার অসহায় মানুষ এই সুবিধার আওতায় আসবে।
বাজাড়জুড়ে টেবিলে সাজানো ছিল চাল এবং বিভিন্ন ধরনের সবজি। ছিল মাস্ক-সাবানও। বাজারে ঢোকার সময় সবাইকে আগে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত হতে হয়েছে। এরপর প্রথম টেবিলেই রাখা ছিল মাস্ক এবং বাজারের ব্যাগ। বাকি সব টেবিলে সাজানো নানা ধরনের সবজি। লোকজন নিজেদের পছন্দমতো সবজি ব্যাগে ভরে নিয়েছেন।
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী বলেন, ‘এক মিনিটের বাজার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যতিক্রমী সেবাধর্মী উদ্যোগ। করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষকে বাজার পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এছাড়া আমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে চাল, মৌসুমি সবজি ন্যায্য মূল্যে কিনে নিচ্ছি। সেগুলো আবার এই বাজারে আমরা নিয়ে আসছি। এতে গ্রামীণ অর্থনীতি সচল থাকবে বলে আমরা মনে করি।’
প্রতিদিন একহাজার করে একমাসের মধ্যে অন্তত ২০ হাজার পরিবারকে ‘এক মিনিটের বাজার’ থেকে সেনাবাহিনীর দেওয়া সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার তানভীর।
একই ব্রিগেডের উপমহাপরিচালক কর্নেল আবুল হাসনাম মোহাম্মদ সায়েম জানিয়েছেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে যাচাই-বাছাই করে গরীব-নিম্ন আয়ের অসহায় এক হাজার মানুষের তালিকা করা হয়েছে। অঘোষিত লকডাউনের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো বিপাকে ছিল। চলতি মাসে একই প্রক্রিয়ায় নগরীতে আরও কয়েকটি বাজার বসানোর পরিকল্পনা এই ব্রিগেডের আছে।
বাজারে বিনামূল্যে চাল-শাকসবজি পেয়ে আনন্দ দেখা গেছে গরীব-অসহায় মানুষগুলোর মধ্যে। বাজারে আসা তালিকাভুক্ত ক্রেতাদের মধ্যে বেশ কয়েকজন শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিকেও দেখা গেছে।
এক মিনিটের সবজি বাজারের পাশাপাশি নগরীতে এক মিনিটের ঈদ বাজার চালুর পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা