অনলাইন ডেস্ক
নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে আসেন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার জসিম উদ্দিন রোড এলাকা।
পরিবারের সদস্যরা বলেন, বৌভাত শেষে দক্ষিণ খান থেকে আশুলিয়ায় যাচ্ছিল গাড়িটি। মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলো তারা। এ সময় গাড়িতে ছিলো নবদম্পতি হৃদয় (২৮) ও রিয়া মনি (২১)। গাড়ি চালাচ্ছিলেন ছেলের বাবা রুবেল। ছেলের বোন ঝরনা বেগম (২৮) এবং তার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (৩)।
পুলিশ বলছে, গাড়ির ওপর থেকে গার্ডারটি সরানোর পর বিস্তারিত জানা যাবে। আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালীন সময়ে গার্ডারটি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কাজ চলছিল তখন ক্রেনটি বাম্পিং করছিল। গার্ডারের ওজন বেশি হয়ে যাওয়ায় ক্রেনটি উল্টে যায়। মূলত অতিরিক্ত ভারের কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা এ ঘটনাকে অবহেলিতাজনিত ঘটনা বলছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গার্ডারের ওজন ক্রেনের ওজনের চেয়ে বেশি হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এটি সরাতে হলে গার্ডারের চেয়ে বেশি ওজনের ক্রেন লাগবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা