অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার (১১ই মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হোসেনকে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে তদন্ত ওসি জিয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার (১০ই মে) ওসি কামাল হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। শুনানি শেষে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে ঠাকুরগাঁও পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জেলা সিভিল সার্জনকে চিকিৎসা প্রদান করতে আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে। এতে তার বাম হাত ভেঙে যায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা