অনলাইন ডেস্ক
আগামী মৌসুমে সেইন্ট লুসিয়া দলের টি-টোয়েন্টি ক্রিকেট পরামর্শক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন তিনি। ২০১৩ মৌসুম থেকে সেইন্ট লুসিয়ার অংশ ড্যারেন স্যামি। তার নেতৃত্বেই গত আসরে ফাইনাল খেলেছে দলটি।
সিপিএলের ২০১৩ সালের আসর থেকে সেইন্ট লুসিয়ার অংশ ড্যারেন স্যামি। তার নেতৃত্বেই গত আসরে ফাইনাল খেলেছে দলটি। তিনি এবার খেলাটির নতুন এক দায়িত্ব, পরিপূর্ণ প্যাশনের সঙ্গে পালন করতে আগ্রহী।
সেইন্ট লুসিয়ার হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক বলেছেন, দলটির শুরু থেকেই এর অংশ হওয়া এবং অধিনায়কত্ব করা অনেক আনন্দদায়ক ছিল। যদিও সবাই বলে যে, সব ভালোরই শেষ আছে। সেটা এক্ষেত্রে নয়। আমি ও সেইন্ট লুসিয়া সবসময় একসঙ্গেই থাকব। কোচিংয়ের দিকে মনোনিবেশ করার পরই নিজের অন্য প্যাশনটি বুঝতে পেরেছি।
স্যামিকে ক্রিকেট পরামর্শক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব দেয়ার পাশাপাশি, আসন্ন সিপিএলের জন্য ধরে রাখা খেলোয়াড়দের নামও জানিয়েছে সেইন্ট লুসিয়া। নতুন মৌসুমেও সেন্ট লুসিয়াতে থাকছেন আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, রস্টন চেজ এবং রাহকিম কর্নওয়ালরা। গেল মৌসুমের মতো এবারও মাত্র একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পুরো সিপিএল। এবারের আয়োজক সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ২৮ আগস্ট থেকে শুরু হবে নতুন আসর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা