অনলাইন ডেস্ক
জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা শেষে দেশে ফিরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনার অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন, তারা এখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। শিগগিরেই তারা বাড়ি ফিরতে পারবেন। রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম।
জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন অমিক্রনের কারণে সেটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। দলটি ১ ডিসেম্বর দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টানে রাখা হয়।
এরই মধ্য ৬ ডিসেম্বর দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নাহিদা আক্তার করোনায় আক্রান্ত হন। পরে ১১ ডিসেম্বর পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তারা অমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরোও পড়তে পারেন : আগামীকাল কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান