জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-অশান্তির রাজনীতিকে দমন-মোকাবেলা-কোনঠাসা করে শান্তি-স্থিতিশীলতা-উন্নয়ন-অগ্রগতি-সমৃদ্ধির পথে এগিয়ে বাংলাদেশ আজ রাজনীতির এক নতুন পর্বে উপনীত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেমের সমাজতান্ত্রিক দল – জাসদ এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনু বলেন, নতুন পর্বে রাজনীতির চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি দমন করা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। দুর্নীতিবাজ-লুটেরারা যেন ইঁদুর-উইপোকার মত উন্নয়নের সাফল্য, রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ এবং জনগণের হক খেয়ে ফেলতে না পারে।
তিনি বলেন, সুশাসন ও আইনের শাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ রাজনীতিক ও দুর্নীতিবাজ অফিসারদের অপরাধী সিন্ডিকেট। এই অপরাধী সিন্ডিকেট ধ্বংস করতে ত্রিমূখী অভিযান পরিচালনা করতে হবে।
তিনি বলেন, তাই নতুন পর্বের রাজনীতিতে সুশাসন প্রতিষ্ঠাকেই জাসদ প্রধান রাজনৈতিক কর্তব্য হিসাবে গ্রহণ করেছে। তিনি বলেন, জাসদের সুশাসনের জন্য আন্দোলন ও শেখ হাসিনার শুদ্ধি অভিযান একে অপরের পরিপূরক।
তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমানকে মাথার তাজ বানিয়ে রেখে শেখ হাসিনার শুদ্ধি অভিযানের সমালোচনা করা বিএনপির নেতাদের মূখে শোভা পায় না।
ইনু তার ভাষণের শুরুতেই জাসদের প্রতিষ্ঠাতা পুরুষ-নারী, শহীদ ও প্রয়াত নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি মেজর এম এ জলিল, কর্নেল আবু তাহের, মোহাম্মদ শাজাহান, রুহুল আমিন ভূইয়া, বিধান কৃষ্ণ সেন, ড. আখলাকুর রহমান, কাজী আরেফ আহমেদ, নুর আলম জিকু, মোশাররফ হোসেন, মমতাজ বেগম, হাবিবুল্লাহ চৌধুরী, ক্যাপ্টেন সুলতান উদ্দিন, মাসুদ আহমেদ রুমি, অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জু, মোযহারুল হক টুলু, সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুসহ প্রতিষ্ঠাতা নারী-পুরুষদের মধ্যে যারা নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাজাহান সিরাজ, মনিরুল ইসলাম মার্শাল মনি, শরীফ নুরুল আম্বিয়াসহ জাসদের প্রতিষ্ঠাকালীন ও তৎপরবর্তী নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জাসদকে নানাভাবে সমর্থন-সহযোগীতা করেছেন, জাসদের জন্য কষ্ঠ ও ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী প্রমূখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা