সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। এছাড়া, সাধারণ সম্পাদক পদে বিএনপির ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকালে এ ফল ঘোষণা করা হয়। বারের সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ জানান, নির্বাচনে সভাপতি পদসহ সাদা প্যানেল ছয়টি পদে জয় পেয়েছে। আর সম্পাদক পদসহ নীল প্যানেল আটটি পদে বিজয়ী হয়েছে।
এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন পাঁচ হাজার ৯৪০ জন। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্য ছিলো সাত হাজার ৭৮১ জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ। ১৪টি পদের বিপরীতে এই নির্বাচনে মোট প্রার্থী হয়েছেছিলেন ৩১ জন।
জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনেও সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে তিনি টানা দুবার সভাপতি নির্বাচিত হলেন।
অপরদিকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবার প্রথমবারের মতো সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে বিএনপি সমর্থক নীল প্যানেলে সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গত বছরের ১৩ মার্চ ও ১৪ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা