অনলাইন ডেস্ক
সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে নতুন ফরম্যাটে আসছে চ্যাম্পিয়নস লিগ।
এই সুপার লিগকে বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বী। আশঙ্কা করা হচ্ছে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আকর্ষণ কমে যাবে সুপার লিগ চালু হলে। রবিবার নতুন এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর ঘোষণা এসেছে। আর তার একদিন পর আজ উয়েফা জানালো, পাল্টে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট। ২০২৪ সাল থেকে আর গ্রুপ পর্ব দেখা যাবে না, সিঙ্গেল লিগে হবে খেলা। বাড়ছে দলের সংখ্যাও। এখন ৩২ দল নিয়ে চ্যাম্পিয়ন লিগ হলেও ২০২৪ সাল থেকে দেখা যাবে ৩৬ দল।
এখন ৮ গ্রুপে ভাগ হয়ে খেলে ৩২ দল। প্রত্যেক গ্রুপে থাকে ৪টি করে দল। সেখানে প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুইবার মুখোমুখি হওয়ার পর শীর্ষে থাকা দুটি দল নিশ্চিত করে শেষ ষোলো। এভাবে প্রত্যেক গ্রুপ থেকে দুই দল মিলিয়ে পাওয়া যায় ১৬ দল। তবে ২০২৪ সালে গ্রুপ পর্বই থাকছে না! ৩৬ দল নিয়ে হবে সিঙ্গেল লিগ। এখানে প্রত্যেক দল আলাদা ১০ দলের সঙ্গে খেলবে ১০ ম্যাচ (৫টি হোম, ৫টি অ্যাওয়ে)। এই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি চলে যাবে শেষ ষোলোতে।
আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বর দল খেলবে দুই লেগের প্লে-অফ। এই ১৬ দলের মধ্যে ৮ দল যোগ দেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ৮ দলের সঙ্গে। পরের অংশটা এখনকার চ্যাম্পিয়নস লিগের মতোই। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে ফাইনাল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা