ছবি : মিশন সুন্দরবন ডটকম।
সুন্দরবন দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে র্যালীর আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপার সাধারণ সাধারণ সম্পাদক শরীফ জামিল এতথ্য জানান।
তিনি জানান, সকাল জাতীয় জাদুঘরের সামনে থেকে র্যালী শুরু হয়ে টিএসসি পর্যন্ত যাবে। এসময় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ ও র্যালী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাপা সহ-সভাপতি বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ, বাপার নির্বাহী সহ-সভাপতি ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. মো. আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক বদরুল ইমাম,বাপা’র কোষাধ্যক্ষ মহিদুল হক খান, নির্বাহী সদস্য রুহীন হোসেন প্রিন্স, বাপার যুগ্ম সম্পাদক ও গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির এবং বাপার যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সুমনসহ অন্যান্য বিশিষ্টব্যক্তিবর্গ।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে মংলায় ‘ বাপা ও পশুর রিভার ওয়াটার কিপার’ এর যৌথ উদ্যোগে ‘বাঘ ও সুন্দরবন’ বিষয়ক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও মানববন্ধন এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুড়াতে বাপা, ব্রতী ও নাবিক এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা