অনলাইন ডেস্ক
বাগেরহাটে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।শনিবার দুপুরে স্থানীয় জেলেরা আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, খবর পেয়ে বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে সন্ধ্যার পর অন্ধকার হয়ে আসায় কাজ বন্ধ করে ফিরে যায় তারা।
আজ সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের। তবে, এরইমধ্যে আগুন ৩ কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। মৌয়ালদের আগুন থেকে বনে আগুন লেগেছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
আরোও পড়তে পারেন : স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা