অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ৫ একর জমির উপর নির্মিত হয়েছে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট। ২০১৮ সালের নভেম্বরে প্রকল্পটির কাজ শুরু হয়। একটি একাডেমিক ভবন, দুইটি ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টারসহ আরও কিছু স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে ১২৬ কোটি টাকা।
এতে শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি ল্যাব, ওয়ার্কশপ, লাইব্রেরিসহ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা। ইতোমধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের ১৭টি টেক্সটাইল ইনস্টিটিউটের সঙ্গে এই প্রতিষ্ঠানটিতেও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গণপূর্ত বিভাগ এখন প্রস্তুতি নিচ্ছে ভবন হস্তান্তরের।
দীর্ঘদিনের স্বপ্নের এই প্রতিষ্ঠান বাস্তবে রূপ পাওয়ায় খুশি স্থানীয়রা। জেলায় কর্মমুখী শিক্ষায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন তারা।
দ্রুততম সময়ে ভবনটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণপূর্তের এই কর্মকর্তা। সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে অবদান রাখবে বলে জানালেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহমুদুল হাসান।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা