অনলাইন ডেস্ক
সুরমা, যাদুকাটা, পাটলাই নদীর পানি কমতে শুরু করলেও চাপ বাড়ে হাওরে। স্থানীয় কৃষক ও প্রশাসন রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন। এপর্যন্ত জেলার প্রায় চয় হাজার হেক্টর বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। হাওরে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অনেক হাওরে পানি প্রবেশ করে বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা। স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসক কৃষকদের আহ্বান জানিয়েছেন, হাওরের বোরো ফসল ৮০ শতাংশ পাকলেই যেন কৃষকরা কাটা শুরু করেন।
এদিকে নেত্রকোণার ধুন নদীর পানি একটু কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে এখনও বাঁধ বাঙার আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা।
হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় ৫শ’ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে প্রশাসনের ঘোষণার পর থেকে ধান কেটে নিতে শুরু করেছেন হাওর অঞ্চলের কৃষকরা। যদিও এসব ধান এখনো পাকেনি, ফসল বাঁচাতে আধাপাকা ধানই কাটতে হচ্ছে। আর ৪-৫দিন সময় পেলে হাওরের সব ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা