অনলাইন ডেস্ক
গত সোমবার বিকেল চারটায় চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুন লাগার পর তা বুধবারও পুরোপুরি নেভেনি। আগুনে গুদামে থাকা ১ লাখ টন অপরিশোধিত চিনি পুড়েছে। গুদামটির পোড়া চিনির গলিত পানি ও কারখানার রাসায়নিক বর্জ্য দুটি নালা দিয়ে সরাসরি গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে।
নদীর বিশাল এলাকাজুড়ে ভাসছে পোড়া তেল ও চিনির বর্জ্য। এতে কয়েক কিলোমিটার জুড়ে নদীর পানি লালচে হয়ে গেছে। ওই এলাকায় নদীর মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় লোকজন মরা ও আধামরা মাছ ধরছে। দূষণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মাছসহ জলজ প্রাণী মরছে বলে জানালেন পরিবেশবিদরা।
এদিকে, তিনদিনেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অপরিশোধিত চিনি দাহ্য হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম এর উপ-পরিচালক জসিম উদ্দিন।
অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার কোটি টাকার চিনি পুড়ে গেলেও তা বাজারে প্রভাব ফেলবে না বলে আশা করছে এস আলম গ্রুপ ও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ শুরু করছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সদস্যরা। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা