অনলাইন ডেস্ক
৫৪তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাঁচ দিনের সম্মেলনে সীমান্তে হত্যা, চোরাচালান, যৌথ নদী কমিশন ও সীমান্তের অমিমাংসিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
শনিবার সম্মেলনের শেষ দিনে ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় সংবাদ সম্মেলনে বিজিবি প্রধান বলেন, সীমান্তে অপরাধ দমনে বিএসএফ এর সহযোগিতা চাওয়া হয়েছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে কোন টার্গেট কিলিং হচ্ছে না।
বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা কমিয়ে আনতে সবধরনের চেষ্টা করছেন তারা। তিনি মনে করেন, সীমান্তে অপরাধমূলক কর্মকান্ডে জড়িতরা হত্যার শিকার হচ্ছে। টহলের সময় বিএসএফ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। সীমান্তে নিরাপত্তা, মাদক চালান, পণ্য ও মানব পাচার প্রতিরোধে সমন্বিত কাজ করার কথা জানান বিএসএফ মহাপরিচালক।
এসময় সীমান্তবর্তী এলাকায় উন্নয়নমূলক কর্মসূচি জোরদার এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মাঝে আন্তর্জাতিক সীমানা আইন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে বলেও জানানো হয় যৌথ সংবাদ সম্মেলনে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা