ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে পৌঁছুলে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি। আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
নতুন সময়সূচিতে দেশের ৬৭টি ট্রেন
আগুনের সূত্রপাত বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ১ ঘণ্টা পরেই এতে আগুন লাগার কথা শুনতে পাই। এ দুর্ঘটনায় ওই লাইনে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা