বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুর্নামেন্টের বুধবার প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত হাফ-সেঞ্চুরি করেছিলেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন।
তবে মিঠুনের অনবদ্য ৮৪ রানকে বিফল করে চট্টগ্রামকে দারুণ এক জয় এনে দিয়েছেন ইমরুল কায়েস ও ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটন।
ইমরুলের ৬১ ও ওয়ালটনের অপরাজিত ৪৯ রানের সুবাদে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে সিলেট থান্ডার। জবাবে ৬ বল বাকি রেখেই জয়ের স্বাদ পায় চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর সিলেট থান্ডার : ১৬২/৪, ২০ ওভার (মিঠুন ৮৪*, চার্লস ৩৫, রুবেল ২/২৭) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৬৩/৫, ১৯ ওভার (ইমরুল ৬১, ওয়ালটন ৪৯*, নাজমুল ২/২৩)।
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে জয়ী ম্যাচ সেরা : ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
পর্দা নামলো এসএ গেমসের, ১৯ স্বর্ণসহ ১৩৮ পদক বাংলাদেশের
অন্যদিকে, শ্রীলঙ্কান দাসুন শানাকার বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলারদের ধাপটে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স। বুধবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে এ বড় ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা।
টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। অধিনায়ক শানাকা ছয় নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৩১ বলে অপরাজিত ৭৫ রান করেন।
জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লা বোলারদের তোপের মুখে পড়ে রংপুর রেঞ্জার্স। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারালে ১৪ ওভারে ৬৮ রানে গুটিয়ে যায় রংপুর।
দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। কুমিল্লার আল-আমিন হোসেন ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর কুমিল্লা ওয়ারিয়র্স : ১৭৩/৭, ২০ ওভার (শানাকা ৭৫*, সৌম্য ২৬, গ্রেগরি ২/২৫) রংপুর রেঞ্জার্স : ৬৮/১০, ১৪ ওভার (নাঈম ১৭, শেহজাদ ১৩, আল-আমিন ৩/১৪)।
ফল : কুমিল্লা ওয়ারিয়র্স ১০৫ রানে জয়ী ম্যাচ সেরা : দাসুন শানাকা (কুমিল্লা ওয়ারিয়র্স)।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা