অনলাইন ডেস্ক
যমুনার কোল ঘেঁষেই সিরাজগঞ্জের বেলকুচি আর চৌহালী উপজেলা। এই দুটি উপজেলা গত কয়েক বছর ধরেই নদী ভাঙনের শিকার হয়েছে। এ বছরের বর্ষা মৌসুমেও অন্যান্য স্থাপনার পাশাপাশি নদী গর্ভে বিলীন হয়েছে ছয়টি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠান হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে কোন রকমে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বৃষ্টি আর রোদের কাছে অসহায় হয়ে পড়েছে শিশু শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা।
পাঠদান সচল রাখার জন্য প্রয়োজনীয় আসবাবপত্রের সংকটও দেখা দিয়েছে। এ সংকট দূর করার পাশাপাশি শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযুক্ত পরিবেশ করে দেবার দাবি জানিয়েছেন শিক্ষকেরা।
নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে টিন দিয়ে ছাউনি তুলে পাঠদান সচল রাখা হয়েছে বলে জানালেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বরাদ্দ পেলে আবকাঠামোগত উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। শিশুদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেবার প্রত্যাশা করছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা