সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন সেলিনা খাতুন নামে এক গৃহবধূ। এর মধ্যে দুটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান। মা এবং তিন শিশুই সুস্থ আছে।
সোমবার সন্ধ্যায় সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে ওই তিন সন্তান জন্ম দেন তিনি। সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
বিশ্বের মানুষদের কাছে সবচেয়ে পবিত্র সাতটি গাছ
রফিকুল জানান, আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। স্ত্রী তিন সন্তানের জন্ম দেয়াতে আমি খুশি। তবে দুঃখের বিষয় আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি। ইটভাটায় শ্রমিকের কাজ করে কোনো রকমে আমি সংসার চালাই। আগেরও একটি ১২ বছরের ছেলে আছে।
ওই ক্লিনিকের চিকিৎসক ডা. কমল কান্তি দাস বলেন, সন্ধ্যার দিকে ত্রিশ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে সেলিনা খাতুন তিনটি সন্তান জন্ম দেন। প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিক এর চেয়ে একটু ওজন কম রয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা