অনলাইন ডেস্ক
আবারও ক্রিকেট দেখল আন্দ্রে রাসেলের বিধ্বংসী রুপ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ৬ ছক্কা আর ৩ চারে মাত্র ১৪ বলে গড়লেন নতুন সিপিএলের রেকর্ড। ২০১৯ আসরে ১৫ বলে জেপি ডুমিনির ফিফটির রেকর্ড ভেঙে নিজের নামে করলেন জ্যামাইকা তালওয়াসের রাসেল।
চলতি আসরের তৃতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে জ্যামাইকা তালাওয়াশ ও সেন্ট লুসিয়া কিংস। আগে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলে রাসেল দলকে এনে দেন ২৫৫ রান!সিপিএলে এটি অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০১৯ সালের আসরে সর্বোচ্চ ২৬৭ রানের রেকর্ড করে ত্রিনবাগো নাইট রাইডার্স।
শেষ দুই ওভারে তিনটি নো বলসহ রাসেল খেলেন ১৩টি ডেলিভারি। ওয়াহাব রিয়াজের ১৯তম ওভারে চারটি ছক্কার সঙ্গে এক চারের মারে তুলে নেন ৩২ রান। পরে শেষ ওভারে দুই ছয় ও দুই চারের মারে আসে আরও ২২ রান। সবমিলিয়ে দুই ওভার থেকে আসা ৫৪ রানের মধ্যে রাসেল একাই করেন ৪৯ রান।
ইনিংসের ১৮ ওভার শেষে যেখানে মাত্র ১ রানে অপরাজিত ছিলেন রাসেল। সেখানে ইনিংস শেষে তার নামের পাশে দেখা যায় ১৪ বলে ৩ চার ও ৬ ছয়ের মারে ৫০ রানের টর্নেডো। যা কি না সিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। এতদিন ধরে ১৫ বলে ফিফটির রেকর্ড ছিল জেপি ডুমিনির দখলে।
রাসেলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়ার দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে জ্যামাইকা। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ সালের আসরে জ্যামাইকার বিপক্ষেই ২৬৭ রান করেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। সেটিই সিপিএলের সর্বোচ্চ।