অনলাইন ডেস্ক
ঘটনার সুত্রপাত, ছবির অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে দিন কয়েক আগেই আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন রুচি। অভিনেত্রীর অভিযোগ, ছবির সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভ ভাগাভাগির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকিয়ে বিশাল অঙ্কের প্রতারণা করেছে। দিন ছবির প্রিমিয়ারে এসে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি।
এরপর ২৫ লক্ষ টাকার সেই ধাক্কার জেরে পরিচালক মান সিংকে পেয়ে বসেন রুচি। সেই সুযোগে পরিচালকের ওপর ক্ষেপে গিয়ে তাকে জুতা ছুঁড়ে মারেন। এ সময় খানিকটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, আশেপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সূত্র অনুযায়ী, এই লেনদেন ঘটে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। রুচি জানান, একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে করণ তাকে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং একাধিক কিস্তিতে অর্থ নেন। কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
রুচি এ নিয়ে ইতোমধ্যে একটি এফআইআর দায়ের করেছেন। তার দাবি, প্রতারণার শিকার হয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত।
এর আগে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়েন রুচি গুজ্জার। সেখান থেকেও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা