অনলাইন ডেস্ক
অন্যদিকে, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ১৮৫টি ও ডেমোক্র্যাটরা পেয়েছে ১৫৭টি। এখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোন দলকে ২১৮টি আসনে জয়লাভ করতে হয়।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা কোন দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সিনেটই যে কোনও পদে প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া ব্যক্তিদের বিষয়ে পরামর্শ ও সম্মতি দেয়। রয়েছে অভিসংশন বিচারের ক্ষমতাও।
অন্যদিকে, হাউসে আসন সংখ্যা ৪৩৫টি। এ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন প্রয়োজন হয়। পুরো দেশের যে কোনও আইন ও বিল প্রণয়ন করে এ হাউসের সংখ্যাগরিষ্ঠরা। হাউসে পাস হওয়ার পর তা সিনেটেও অনুমোদিত হতে হয়। সর্বশেষ তা আইনে পরিণত হতে প্রেসিডেন্টের অনুমতি প্রয়োজন হয়। তবে প্রেসিডেন্ট ভেটো দিলে সে ক্ষেত্রে দুই কক্ষের দুই-তৃতীয়াংশের সম্মতিতে তা পাস হতে পারে।
উল্লেখ্য, দুই কক্ষের প্রতিনিধিরা দুই বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
হাউজ অব রিপ্রেজেনটেটিভেও সংখ্যাগরিষ্ঠতা অনেক গুরুত্বপূর্ণ। হাউসের বর্তমান রিপাবলিকান স্পিকার পল রায়ানের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। ফলে রিপাবলিকানদের পক্ষ থেকে পল রায়ানকে অপসারণের দাবি ওঠতে পারে। ফলে সংখ্যাগরিষ্ঠতার জোরে স্পিকার পদ থেকে পল রায়ানকে রিপাবলিকানরা সরিয়ে দিতে পারবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা