অনলাইন ডেস্ক
নিউ সাউথ ওয়েলসের প্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সোমবার এসব তথ্য জানিয়ে বলেন, ‘গোষ্ঠী সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যারা করোনা মহামারিতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’ অস্ট্রেলিয়া সরকার নিউ সাউথ ওয়েলসে করোনাভাইরাসের বিধিনিষেধ কার্যকর করার জন্য ৫শ সেনা সদস্য মোতায়েন করেছে।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, ২২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় রাতে কারফিউয়ের পাশাপাশি মেলবোর্নে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। আমরা এমন অবস্থায় আছি যে লকডাউন ব্যতীত কোনো বিকল্প ব্যবস্থা নেই।
এদিকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সোমবার নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখানেও দুই সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা ও ডারউইনে লকডাউন জারি রয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার বলেন, ইতোমধ্যেই পোল্যান্ড থেকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন কেনা হয়েছে। যদিও করোনা মহামারির বিপরীতে ভ্যাকসিনের ধীরগতির কারণে মরিসনের ওপর চাপ বাড়ছে।
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের ওপরে ২৬ শতাংশ মানুষ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশটিতে ক্রমেই সংক্রমণ বাড়ছে। এছাড়া মহামারির প্রাথমিক অবস্থা কাটিয়ে উঠলেও বর্তমানে গুরুত্বপূর্ণ শহরগুলো দীর্ঘদিন লকডাউনে থাকায় দেশটিতে বেকারত্বসহ অর্থনৈতিক সংকটের সম্ভাবনা বাড়ছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা