বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
জরিমানার অর্থ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে, শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। আর এই জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একইসঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।
এর আগে, এলএলবি কোর্সে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না মর্মে বিধান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কিন্তু সিটি ইউনিভার্সিটি থেকে ৫০ জনের বেশি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন। তবে ৫০ জনের বেশি পরীক্ষা নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।
বার কাউন্সিলের আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগে ওঠে। এদিন আপিল বিভাগে সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে আজ আদালতে হাজির হতে বলেন।
সিটি ইউনিভার্সিটির উপাচার্য আজ সকালে আদালতে হাজির হন। তার বক্তব্য শোনেন আদালত। পরে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
আদালতে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন এওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা