শুভেচ্ছা বিনিময়,কেককাটা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৭ জানুয়ারী অনলাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন।
সিটিভি নিউজের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পির সভাপতিত্বে ও সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর,বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী পাপড়ী বসু,বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি জহিরুল হক দুলাল,বিএমএ র সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার,বীর মুক্তিযোদ্ধা সহিদুল হক,
টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনে কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রনি,এটি এন বাংলা ও এটিএন নিউজ এর কুমিল্লার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদিক মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ জিতু,দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক,দৈনিক ডাক প্রতিদিন এর ব্যবস্থাপনা সম্পাদক হাবিব জালাল,
এডভোকেট এপিপি আশিকুর রহমান,কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল,দর্পন সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও ইউম্যান চেম্বার অব কমার্সের জেলা সভাপতি নাগমা মোর্শেদ,দৈনিক রূপসী বাংলার প্রধান প্রতিবেদক এমদাদুল হক সোহাগ,সংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাশেম, সিটিভি নিউজের জন্মদিকে কেন্দ্র করে স্বরচিত কবিতা পাঠ করেন কুমিল্লা কবি ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব ভট্টাচার্য ভুলু, ও কবি এরশাদ জাহান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক সাদিক মামুন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সিটিভি নিউজের প্রতিনিধি নুরুল ইসলাম, জানে আলম দুলাল,সৌরভ মাহমুদ হারুন,ডাঃ আবদুল আউয়াল,বরুণ চক্রবর্তি, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান,ও আইটি ইনচার্জ ওমর কাইয়ুম পলাশ ও খন্দকার দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের শেষ অংশে কেককাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন সিটিভি নিউজ সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লাকে সারা বিশে^র মানুষের কাছে তুলে ধরছে।
দেশ মাটি ও মানুষের উন্নয়নের লক্ষেই সিটিভি নিউজ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করছে। বক্তাগণ সিটিভি নিউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা